দক্ষিণ কানিশাইল পূর্ব ভাড়েরা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দক্ষিণ কানিশাইল পূর্ব ভাড়েরা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাভাষী ডেস্ক 

আজ ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল পূর্ব ভাড়েরা জামে মসজিদের নির্মাণ কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে এই মসজিদ নির্মাণে আজ এক নতুন দিগন্তের সূচনা ঘটলো।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তিন বারের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এই মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এটি হবে মানুষের একতাবদ্ধতার কেন্দ্রবিন্দু। আমি সর্বদা এই অঞ্চলের উন্নয়নে পাশে আছি এবং থাকব।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাম আব্দুর রহিম খান শেরপুরী (রহঃ) এর সুযোগ্য সন্তান ও ঢাকাদক্ষিণ প্রবাসী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ওলিউর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে মসজিদের গুরুত্ব, ইসলামি ঐতিহ্য ও প্রবাসীদের অবদান নিয়ে আলোকপাত করেন এবং বলেন, “প্রবাসীদের হৃদয়ে এ অঞ্চল সব সময় বিশেষ স্থান দখল করে আছে। তাই এ মসজিদ নির্মাণে সকলের অংশগ্রহণ এক অনন্য দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। তাঁদের সবার উপস্থিতি ও সমর্থনে এই নির্মাণ কাজের শুভ সূচনা হয়েছে।

সবচেয়ে গর্বের বিষয় হলো, আমাদের হাত ধরেই এই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজটি সম্পন্ন হয়, যা আমাদের জন্য এক বিরল সম্মান ও আনন্দের বিষয়।

মসজিদের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়ে এলাকাবাসীর জন্য দ্বীনি খেদমতের শিকড় হিসেবে গড়ে উঠবে—এই প্রত্যাশায় সকলে মোনাজাত করেন।