বাংলাদেশি শিক্ষার্থী নিহত: পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্রের

বাংলাভাষী ডেস্কঃঃ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাঈদ ফয়সাল নিহত হবার ঘটনায় পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস সমবেদনা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে এ আশ্বাস দিয়েছে। দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে জেফ রাইডেনাওয়ার বলেন, সাঈদ ফয়সালের পরিবার ও প্রিয়জনদের প্রতি মার্কিন দূতাবাস সমবেদনা জানায়। একইসঙ্গে ঘটনাটি জেলা অ্যাটর্নি অফিসের দ্বারা পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জন্য স্থানীয় জনগণ এবং সরকারের আহ্বানকে আমরা পূর্ণ সমর্থন করি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ‘সশস্ত্র’ অবস্থায় থাকা সাঈদ ফয়সালকে ধাওয়া করে পুলিশ। পুলিশের দাবি, একপর্যায়ে তাকে অস্ত্র (চাকু) ফেলে দিতে বললে তিনি পুলিশের দিকে এগোতে থাকেন। এ সময় পুলিশ তার বুকে পরপর পাঁচটি গুলি করে।

বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ ফয়সাল আরিফ ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির ছাত্র। তার বাবা মুজিবর রহমান বোস্টন আওয়ামী লীগের উপদেষ্টা। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

এ ঘটনায় স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ শহরের মেয়র অফিস ও পুলিশ দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এই ঘটনার বিচার দাবিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী।

সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সফররত মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া-বিষয়ক সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসার আগে এমন প্রতিবাদ জানানো হয়।

নিরাপত্তা, রোহিঙ্গা সংকট ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে ৪ দিনের সফরে ঢাকা এসেছেন লাউবাচার।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন দুপুরে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে একটি ভালো বিচার প্রক্রিয়া রয়েছে এবং সেখানকার কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবে।