ইজেলের অভিমান

ইজেলের অভিমান

বিশ্বজিৎ মণ্ডল   

১.

পুরানো প্রেমিক সামনে এসে দাঁড়ালেই____

পাল্টে যায়___ঘর দোর,সাজের টেবিল,প্রিজম চেয়ার

                                                   প্রিয়তুতো আয়নাটা

অবলীলায় ঠোঁট গেয়ে ওঠে,অচেনার ভানে...

ভুল পথ বাৎলে স্বামীকে দেখিয়ে দিই, পরের উঠোন

কাটাছেঁড়া পৃষ্ঠায় মুখ লুকোয় আমার শিশুপুত্র

ভুল চান্দ্রমাসে পড়তে থাকে___একে চন্দ্র,দুইয়ে পক্ষ

প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ.......

২.

পুরানো প্রেমিক সামনে এসে দাঁড়ালেই, শিউরে উঠি

গুমনাম হাত চিঠিটার কথা ভেবে

একশো আটবার লেখা " প্রিয়তম" শব্দ ছেড়ে

উড়ে যায়, প্রাচীন প্রজাপতি ওরফে মেধাবী প্রণয়...

এখন আর রাতচরা পাখির গানে শুনি না___

আমারকুমারী বিকেলের ডাক

কেবল আজও পুরানো প্রেমিক সামনে এসে দাঁড়ালে

অভিমানে ভিজে যায়__

                                  সেই সব ইজেল