অন্তরখনন

অন্তরখনন

তিমির মিত্র

প্রতিমুহূর্তে অন্তরখনন চলছে

কি পেতে চাই বুঝতে পারিনা, তবু মনে হয় এর নীচেই কিছু আছে, কবে থেকে এই খোঁড়ার কাজ চলছে বলতে পারব না, একেবারে যে কিছু ওঠেনি তা নয়, কিন্তু প্রাপ্তিতে মন ভরে নি, আসলে খোঁড়ার উদ্দেশ্য টা বড়ই সীমাহীন, অন্য জগত পাওয়া যেতে পারে এই ভেবে

খুঁড়ে চলেছি। পাতাল পর্যন্ত খুঁড়তে পারবো কিনা জানিনা, কারণ পাতাল সম্পর্কে কোন ধারণা নেই, কোথায় পৌঁছালে পাতালে পৌঁছানো হয় জানিনা। যাকে চোখে দেখা যায় না সেই রকম একটা ক্ষুদ্র কণার ভিতর অনন্ত শক্তি লুকিয়ে আছে বিজ্ঞানীরা বলেন, যোগী ঋষি রাও বলেন, অদৃশ্য অণুর মধ্যে অনন্ত সৃষ্টির রহস্য লুকিয়ে আছে, কিন্তু ব্রহ্মাণ্ডকেই জানা হয়নি, অনন্তের পথে চিন্তা করব কি করে, তবু বামনের

চাঁদ ধরার স্বপ্ন তো থাকতেই পারে, কুঁজো বলে কি চিত্ হয়ে শোয়ার স্বপ্ন দেখতে নেই, না হয় আমি সেই দলের,

একেবারে দলহীন নই। তোমাদের হাসি পেতে পারে, কিন্তু এভাবেই তো "মধুছন্দা"গায়ত্রীর সন্ধান পেয়েছিলেন,

ঋষি যাজ্ঞবল্ক্ পেয়েছিলেন "সমানভূ"র

সন্ধান। তাই পাওয়া যে যাবে না একথা জোর দিয়ে বলা যায়না, উচিতও নয়।