আমাকে এঁকো নিখুঁত পেন্সিলে

নাদিরা মোস্তারী শিখা
পুরনো বইয়ের মলাট পরিবর্তন হলেও
ভেতরে লেখাগুলো নতুনত্বের স্বাদে ডুববে
বারবার, ঠিক যতবার তুমি আমায় পড়বে ততবার।
ক্যালেন্ডার বদলে যাবে
ক্যালেন্ডারের জায়গাটা স্থানচ্যুত হবে না,
যদি তুমি পেরেকটা উপড়ে না ফেলো।
ক্যালেন্ডার যেভাবে গেঁথে আছে একটি তারে
ঠিক সেভাবে আমায় গেঁথে নিবে একই সুতোয় নিবিড় বন্ধনে।
পুরনো আয়নায় জমানো ব্যর্থতা মুছে ফেলতে পারো সহজে,হয়তো ঠকবে না কিছুতেই।
এইযে পুরনোতে জন্মে নতুনত্ব!
অন্ধকার যেভাবে দাড়িয়ে পুরনো স্টেশনে মেট্রোরেলের স্বপ্নটা আঁকে নতুন ইচ্ছের খাতায়।
সেভাবে আমাকেও একেঁ নিতে পারো নতুন চকচকে নিখুঁত পেন্সিলের আঁচড়ে।