আয়না

আয়না


রেবা 

কিছু খুচরো গল্প লুকোতে চায়
চোরা চাহনির বোকা আয়নায়,
মিথ্যে  নয় স্পষ্টবাদী সে হলো আয়না।
নিজেরে আরও উন্নতি করতে
নিজের ত্রুটিগুলো সন্ধান করতে
আয়নার পানে চাই।
অন্যের ভুলত্রুটি নির্বাচন করে পরিবর্তন  
করার জন্য নয়।
প্রতিদিন সকালে আয়নারে দেইখায়া মুখ 
কাজের তরে দিন শুরু করার আগে বলি
বাহ্ আমি ধীরে ধীরে খুব ভালো 
অভিনেত্রী  হয়ে উঠছি।
যাতে কেউ বুঝতে  না পরে কাজলে লেপা
চোখ দুটো একটু ফোলা ফোলা লাগছে।
তোমার সামনে আমি কতো অগোছালো
অথচো দেখো আয়নাটা আমার
সৌন্দর্যের জানান দিচ্ছে। 
আমরা অজুহাতেই খুঁজি দিবানিশি 
বেঁচে  থাকার মানে।
প্রতিবিম্ব খোঁজে স্ক্র্যাচ পড়া আয়না
বিশ্বাসের অস্তাচলে ঘুনে ধরে
মন খুনিদের কেনো হাজত বাস হয়না??