নির্মল প্রধানের দুটো কবিতা
![নির্মল প্রধানের দুটো কবিতা](http://www.banglavashi.com/uploads/images/2022/10/image_750x_635871162ed1e.jpg)
বিতা ---১
// স্বর্গ মাটি //
মাটির গন্ধ আমি পাই
অনাবিল স্পর্শ অনুভব করি ,
রঙ মাখি অন্তরে - বাহিরে প্রতিনিয়ত
তৃপ্তি পাই অমৃত আস্বাদনে , অলখ বন্ধনে।
স্বর্গ - মাটির আলাপন অনন্তকালের
যুগে যুগে উভয়ে কাছাকাছি হয়েছে প্রেমে
রচিত হয়েছে মিলনের মূর্ত ইতিহাস ,
সাধনায় মাটির উত্তরণ স্বর্গস্পর্শী
মেঠো সুখ পেতে অবতরণ করেছে সুর-সমাজ।
পারিজাত -মন্দাকিনীর মন্দাক্রান্তা ছন্দ
নন্দিত হয়েছে মেঠো জীবনের প্রতি ছত্রে ,
জরাগ্রস্ত বুভুক্ষু হৃদয় মাটিতে গড়েছে
অমিয় অক্ষয় প্রেমের মন্দির ,
কালের ভাঙা-গড়া প্রবাহে আন্দোলিত হয়েছে
যমুনা, নিকুঞ্জ সমৃদ্ধ সাধের বৃন্দাবন।
কবিতা ---২
// ঘুমঘুম //
ঘুমঘুম ঘুমঘুম পৃথিবীটা নিঝ্ঝুম
ঢুলুঢুলু দূর দূর চাঁদ আর তারা
তুলতুল ফুলদল মৃদু বায় টলোমল
চঞ্চল সমীরণ ঘুমে দিশেহারা।
ঘুমায় পাহাড় -নদী , যত পথ-প্রান্তর
শুনসান চারদিক শ্রান্ত ঘুমে ওই
ঘুমে নাই সম্বিত ,নাই কথা নাই গীত
যায় যে দেখা ঘুম - নায়ের ছই।
ঝিমায় জোনাক-ঝিঁঝি,চুপচুপ গাছেরা,
আলসেমি বিস্তর সবদিকে ঝরে
মায়াঘুম ছায়া ফেলে চারদিকে জাল মেলে
নিরালা যে নিশ্চুপে ঘুম-খেলা করে।