বসন্ত

সত্যেন্দ্রনাথ পাইন।
বাঁশের ঝাড়ে কানা নদীর ধারে
আমি জিজ্ঞেস করলাম বসন্তেরে
একলা হেথায় কী করছো খেলা
এখানে নেই তো কোনও প্রদীপ জ্বালা
সে বললো হেসে--"আমায় মনে রেখো
যদি যাও কোনো অচিন পুরে"!
সন্ধ্যা নামলে কপোতাক্ষ পাড়ে
কেউ বুঝি গান গায় অপার সুরে
সে বললো, "আবার আমি আসবো যখন ফিরে।
এই দামোদরের তীরে
দেখবে কত রাঙা ফুলের মালা গেঁথে
রয়েছি আমি সকল ফুলের সাথে "'!
অন্ধকারে সাঁঝের বেলা হলে
চারিদিকে ঘন্টা কাঁসর বাজে
তোমার জীবন পূর্ণ করো এবার
সব হারাদের মাঝে
আমি থাকবো তোমার পথ চেয়ে
শীতের কাঁপন থরথরিয়ে যাবে সরে।
হৃদয় খানা পুরবে আশা করি
সেই আশাতে চক্ষু দুটি মেলি
থাকবো নদীর চড়ায় বাঁশের বনে
সানাই বাজিয়ে মায়ের কাছে যেমন
শিশু কাঁদে দুহাত দিয়ে স্তন দুটি তার ঝুলি।
বসন্ত এসেছে তার সৌন্দর্য বাড়াতে
আকাশে লেগেছে রঙ দেখি ইশারাতে
বণ্য পশু, আমরা মানুষ থাকবো আপন মনে
যেন সব পেয়েছি আপন কাজের বনে।।
সে বলবে কি কথা?
ডাকবে কি বাঁশের ঝাড়ে?
নতুন করে জানতে পারবে কি কেউ
থাকবো চেয়ে দূর গগন পারে
দেখবো বসন্ত এসেছে এবার
সব খেতে খামারে!!?