অভিলাষী

অভিলাষী

জাহানারা বুলা

তীব্র খরায় বিবেচনা ফেটে চৌচির

দোষারোপ করিনা তবু

তুমি আছো তোমার পথে ঠিক

আমিও শীতাতপে বসে 

হারাইনি সম্বিত। 

প্রেম এসে পায়ে পড়ে

কুকুর অভিলাষী

দু'হাতে ছানি নরম শরীর তার

বিশ্বাসে আশ্বাসে সেও দেয় 

দেহখানি চেটে।

মানুষের চেয়ে কুকুর বিশ্বাসী হয়-

প্রবাদে বলে

মাঘ মাসে কাঁপে না সে বাঘের মত

ভাদ্রে প্রজনন বোঝে

তীব্র খরায়ও থাকে বোধে

খুঁজে নেয় সঙ্গিনী সে।