এলো বৈশাখ

এলো বৈশাখ

ফেরদৌসী খানম রীনা

বৈশাখের আগমনের ধ্বনি,

আকাশে বাতাসে শুনি,

বৈশাখ এল গাছের শাখায়,

নতুন পাতায় পাতায়,

পুরানো সব বাধাঁ- বিগ্নতা ভুলে,

জড়া -জীর্ণতা দূরে ঠেলে,

বৈশাখ এল ঐ,

ঢোল আর তবলা কৈ,

সাজবে সবাই নতুন সাজে

মন বসে না কোনো কাজে,

বালিকা ও বধূরা যাবে বহূ দূরে,

কাঁকনের রিনিঝিনি সুরে,

যাবে মেলায় সাজবে ফুলে ফুলে,

সব ভুলে ঐ বটমূলে,

পান্তা ইলিশ খাবে,

পুরোপুরি বাঙালী হবে,

যত আশা বেঁধেছিল মনে আগামীর পথে নব আলোর সন্ধানে,

নব ভাবনা ও চেতনায়,

প্রকৃতির মায়া মুগ্ধতায়।