অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো করে ভাবছেন সাকিব

বাংলাভাষী ডেস্কঃঃ

এখনো পক্ষ কাল অতিক্রম করেনি। ইংল‌্যান্ডের কাছে ২-১ ব‌্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর সেই ইংল‌্যান্ডকেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘বাংলাওয়াশ’ করেছিল। এবার আয়ারল‌্যান্ডের পালা। ৩ ম‌্যাচের সিরিজের প্রথম ২ ম‌্যাচ জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। এবার ইংলিশদের মতো করে আইরিশদেরও হোয়াইটওয়াশ করার পালা। অধিনায়ক সাকিব আল হাসানও ভাবছেন তা বেশ বড় করে, যেমনটি ভেবে থেকে অস্ট্রেলিয়া-ইংল‌্যান্ড।

আজ (২৯ মার্চ) সিরিজ জেতার পর পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে সাকিব বলেন, ‘৩ ম‌্যাচের সিরিজ ২-০ ব‌্যবধানে এগিয়ে থাকার পর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সেটিকে ৩-০ করার কথা চিন্তা করে। বড় দলের মতো করে আমরাও ভাবছি সেরকম করেই।’

সিরিজ জেতা ম‌্যাচটি ছিল বাংলাদেশের দলগত ও ব‌্যক্তিগত রেকর্ডে ভরা। অগণিত সেই রেকর্ডের মাঝে আছে সাকিবের নামও। তবে তার টি বিশ্বরেকর্ড। ২২ রানে ৫ উইকেট নিয়ে আইরিশদের ব‌্যাটিং লন্ডভন্ড করে দেওয়া সাকিব ১৩৪ উইকেট নেওয়া নিউ জিল‌্যান্ডের টিম সাউদিকে টপকে নিজে উঠে গেছেন শীর্ষে। তার উইকেটসংখ‌্যা বর্তমানে ১৩৬টি। সাকিব ক‌্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেলেন। তবে আজকেরটি তার সেরা নয়। সেরাটা মিরপুরে ২০১৮ সালে উইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট। সিরিজ জেতা ম‌্যাচে সাকিবও হন ম‌্যাচসেরা। ২২ রানে ৫ উইকেটের সঙ্গে ব‌্যাট হাত আছে ২৪ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস।

উইকেটশিকারির চূড়ায় উঠার পর সাকিব নিজের প্রতিক্রিয়া ব‌্যক্ত করতে গিয়ে বলেন, ‘স্পষ্টত এটি খুব ভালো লাগছে।’ আয়ারল‌্যান্ডকে উড়িয়ে দেওয়া ম‌্যাচ নিয়ে সাকিব বলেন, ‘গত কয়েক ম‌্যাচের মতো আজকের ম‌্যাচেও আমাদের সেই ধারাবাহিকতা ধরে রাখার বিষয়টি আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। অবশেষে আমরা তা করতে পেরেছি। আমরা আক্রমণাত্মক খেলা নিয়ে আলোচনা করেছি। আমরা যদি প্রতিদ্বন্দ্বী দল হয়ে উঠতে চাই, তবে আমাদের আক্রমণাত্মকভাবে খেলতে হবে। সৌভাগ‌্যবশত আমরা সফল হচ্ছি।’

আয়ারল‌্যান্ডের বিপক্ষে আজকের ম‌্যাচেই প্রথম স্পিন দাপট দেখা গেছে বাংলাদেশের। এর আগ পর্যন্ত রাজত্ব করেছেন পেসাররা। সাকিব নিজের ৫ উইকেট পাওয়ার রহস‌্য প্রকাশ করে জানান, ‘আমি যখন ব‌্যাট করছিলাম, তখন টেক্টর ভালো বোলিং করছিল। বল গ্রিপ হচ্ছিল। তখন আমি চিন্তা করি যে উইকেটে কিছু আছে। সিদ্ধান্ত নেই স্পিনার দিয়ে বোলিং করানোর।’

সেখানে তিনি ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে তুলে নিয়ে প্রথম বলেই উইকেট পেয়ে যান। পরের ২ ওভারে জোড়া আঘাত এনে ৫ উইকেট পূর্ণ করেন। টানা ৪ ওভারের স্পেলে শেষ ওভারে তিনি কোনো উইকেট পাননি।