আকাশের মন খারাপ

আকাশের মন খারাপ


তসলিমা লিমা

নীল আকাশের বুকে সফেদ
হাওয়াই মিঠাই অলক,
সে তো অভিমানের হালকা পালক।
অভিমানী আকাশ বড় মিষ্টি!
একটু ভারী হলেই মন খারাপ,
ছাই রং, কালো চাপ চাপ।
চোখ টলমল জল,পলক ফেললেই
টুপটাপ, ঝমঝম, ঝিরঝির,
প্রিয়তমার মনভার সমুদ্রের হাহাকার।
তোমার চোখে অশ্রু অসহনীয়
ঝরিয়ে দাও, মিলিয়ে দাও আমার বুকে,
প্রিয়তমা, তুমি সেজে ওঠো নীল-শুভ্র সুখে।
জানি আবারও তুমি মলিন হবে, কাঁদবে
তোমার অভিমান-মন খারাপের কারণ বারংবার আমিই হব,
তবে জেনো,প্রতিবারই আমিও মলিন হব,কষ্ট পাব,বুক পেতে দেব।

তুমি সমুদ্র হবে;
নেবে আমার একটুখানি মন খারাপ,
আঁকবে তোমার চোখে আমার সুখের ছাপ।
৩১.৫.২১