আমার ছোট্ট জানালায় চাঁদনী রাত

আমার ছোট্ট জানালায় চাঁদনী রাত

আব্দুল বাকি চৌধুরী 

এমন পূর্ণিমা রাতে তুমি কোথায়?
বন্ধুদের আড্ডায়,  নাকি সংসারী মেলায়?
না কি পথে পথে যাযাবর, জীবনের ভেলায়?
জানো আজ এখানে ভরা পূর্ণিমা 
আমি এসেছি দূর পাহাড়ী চুড়ায়  
রাত জেগে ভরা পূর্ণিমা দেখবো বলে। 
এখান থেকে চাঁদের অদ্ভূত মায়াবী 
জোছনা দেখবো আর তোমায় ভাববো। 
 মনে আছে কথা ছিল 
এমন পৃর্ণিমা রাত কাটাবো দু’জন এক সাথে। 
একুশ বছর হয়ে গেলো তবু আমাদের 
এক আকাশের নীচে জোছনা আর দেখা হলো না। 
আজকাল কেন যে বড্ড তোমার কথা মনে পড়ে!
অযথা কোনো শব্দ হলেই মনে হয় 
এই বুঝি তুমি এলে!
দূরের জোনাকী ভুল করে আলো জ্বাললেও 
মনে হয় তুমি।
আমার এ উৎসুক দৃষ্টি যে শুধু তোমাকে খুঁজে,
 তাকি আর তারা বুঝে?
আমার এই অযথা উঁকিঝুঁকির মানে খুব বাজে। আমিতো তোমাকেই খুঁজি। 
অথচ তুমি কোথাও নেই -
না আকাশের মেঘে, না চন্দ্রিমাতে, না হৃদয়েতে...