আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে, প্রত্যাশা ডেরেক শোলের

বাংলাভাষী ডেস্কঃঃ

বাংলাদেশের আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে এমন প্রত্যাশার কথা বলেছেন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এ কথা জানান।

এর আগে ডেরেক শোলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রসচিব। তবে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোত্রার সঙ্গে নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানান তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, ‘অংশগ্রহনমুলক নির্বাচনের বিষয়ে বাংলাদেশও আশাবাদ ব্যাক্ত করেছে। প্রধানমন্ত্রীও তাকে বলেছেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছেন।’

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল র‌্যাব উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন বলে জানান পররাষ্ট্রসচিব।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো আশ্বাস দেয়নি জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, তবে প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা জোরদারে ভুমিকা রাখবে দেশটি।