আবার যদি ফিরে আসি

আবার যদি ফিরে আসি

ফাতিমা কানিজ 

আবার যদি ফিরে আসি 

খুঁজে পাব পথের বাঁকে, স্কুলের মাঠে

মায়ের কোলে কিংবা নকশিকাঁথার পাঠে

আমার ফেলে আসা শৈশব। 

তখনো কি 

দুরন্ত বাতাস নেচে উঠবে ধানের শীষে

পলাশ কি রাঙাই থাকবে ফাগুন বিষে,

তখনো কি, এমনি পাব

বেল তলার ঐ উই'এর ঢিবি

মেদিনীদের পানের বরজ

আলপথের ঐ পদ্ম বিল 

পুকুর জলে গোধূলি আবীর

ফিরে পাব তো সবই।

আবার যদি ফিরে আসি 

কৈশোরের ঐ উন্মাদনা 

আমায় আবার ছুঁয়ে যাবে ?

পাশের বাড়ীর রবিদা কি

সমাজটাকে ভেঙেচুরে

জ্যোস্নারাতে আবার আমার প্রেমে পড়বে ?