ইচ্ছে কলম

 ইচ্ছে কলম

 --জেবুন্নেছা জেবু 

 ইচ্ছে হলেই তুমি যেতে পারো জীবনের অমীমাংসিত বন্দরে তোমার স্বাধীন নোঙরে অধীন নয় কেউ কারো । জন্ম বাঁচা মৃত্যু সকলি স্রষ্টার জোয়ার ভাটা আসে কতো জীবনের স্বপ্ন স্রোতের মতো কিছুই নেই একান্তই আমাদের। ভবের এই রঙের বাজার নির্বাসিত সবার বসবাস জীবনের জটিল অভিলাষ বাহানা কেবলই বাঁচার । ভালোবাসা ঘৃণা জন্ম মৃত্য�