আগুনতাপে সুখস্বপ্ন পুড়ায়

আগুনতাপে সুখস্বপ্ন পুড়ায়

  রফিকুল ইসলাম 

ভালবাসা শব্দটাকে অতি যত্নে রেখেছি গোপনে নিজেস্ব কল্পনার গভীরে, 

তবুও শীতের শিশিরে নীরবে ভিজে যায়

কষ্টময় শ্মশানের ঘুটঘুটে আঁধারে, 

ব্যথার সমুদ্র পাড়ি দিতে দিতে অষ্টপ্রহর ক্লান্ত হই নিষ্ফল সাঁতারে।

ঘনকুয়াশার পোশাকে শীতের মত ভালোবাসা ধোঁয়াশায় রয়ে যায়,

একটুকরো আগুনতাপে মধ্যরাতে ভেজা ভালোবাসাকে পুড়ায়

পোড়া ছাইভস্ম ছড়িয়ে দেই দুঃখের কালো অন্ধকারের সীমায়।

বাস্তহারা বস্তিবাসির মত কনকনে শীতে আমি উত্তাপ চাই, একমুঠো উত্তাপ...

ইচ্ছে করে, রাতের ভাগাড়ে দ্রোহের আগুনতাপে সুখস্বপ্ন পুড়ায়, 

মৃত্যুর মিছিলে মিছিলে , কষ্টের তল্লাটে বাজুক সাঁনাই। 

অনুভূতির ডানায় ভেসে যাক ইচ্ছেরা

আকাশের বুক ফুঁড়ে নীল ছুঁয়ে আসুক

একাকীত্বের মূর্ছনায় বাজুক বিরহের তানপুরা। 

ব্যথার স্রোতে বেহুলার ভেলায় ভেসে যাক অজানা দেশে 

আশাবরী আলাপনে তন্ময় হয়ে ডুবে যাক প্রহরে প্রহরে অন্ধকারের মুখোমুখি বসে।