একটি কবিতা

একটি কবিতা

নাছিমা মিশু

অদৃশ্য দেয়াল বিলীন হয়ে 

একদিন একটা কবিতা 

ভালোবাসা পাবে। 

শত বঞ্চনা, অপবাদ অপমান, 

বেহায়াপনা শিউলিসম

দলিত মথিত হওয়া থেকে 

হাস্নাহেনা গহীন জুড়ে 

গন্ধ সমীরে মাতোয়ারা হবে।

যত ক্রোধ, দূর সীমা অতিক্রান্ত 

মোয়াজ্জিনের কন্ঠ সুধায় নিমজ্জিত হবে, 

শব্দহীন সুনশান পবিত্রায় সুবেহ-সাদিকে প্রতিধ্বনিত 

আযানের সুরে। 

দীর্ঘ প্রতিক্ষার অবসান টেনে একটি কফিন ধীর লয়ে

আপন ঠিকানায় পাড়ি জমাবার পথে 

একদিন একটা কবিতা 

ভালোবাসা পাবে।