আহ্বান

আহ্বান

শামরুজ জবা

তুমি আসবে একটু কাছে, বক্ষ কিনারে, 

ভালোবাসার রঙ তুলিতে আঁকব তোমার মন-শরীরে।

দক্ষিণ বাহুর নরম তালুর কপাল ছুঁয়ে যায়, 

গভীর প্রেমের একটু পরশ আছে যেন তায়।

নয়ন জুড়ে মায়ার ছোঁয়া মনের কথা কয়,

চোখে চোখে মিলন পরশ উতলা হাওয়া বয়।

তোমার মনে কোথায় স্থান জানতে চাই না কভু,

আমার মনে তোমার স্থান খাচ্ছে হাবুডুবু।

অনুভূতির রাজ্যগড়ি টোনাটুনির গল্প, 

নিশীরাতে অক্ষিপল্লব জোড়া লাগে অল্প। 

পাশাপাশি নেইকো তোমার অস্তিত্বের কিছু, 

তবু মনের ভাবনাগুলো ছাড়ে নাকো পিছু। 

উথাল পাথাল অনুভূতি স্বপ্ন আঁকে কত,

রোজ রোজ কাজের মাঝে ভুলভ্রান্তি যত।

বসন্তের পাগলা হাওয়া ছুঁয়েছে যার মন,

তপ্ত দহন হৃদয় মাঝে বাজে ক্ষণে ক্ষণ।

মনের মাঝে আলোছায়া খেলে দিবানিশি, 

বন্ধু তুমি কোথায় আছো করছো কেন নিশি?