শিক্ষক

শিক্ষক

বেলাল উদ্দীন রাজ 

শিক্ষক আমার ভালোবাসা

শিক্ষক আমার প্রাণ _

যাদের ছোঁয়াই পেলাম আমি

মনুষ্যত্বের ঘ্রাণ। 

শ্রেণিকক্ষের হাজার স্মৃতি

অতীত হলো আজ!

কড়া শাসন করতো স্যার

না করলে বাড়ির কাজ!

বকা একটু বেশি খেতাম

দুষ্টু ছিলাম বলে"

অশ্রু জ্বরে দরিয়া বয়

স্মৃতি গুলো এলে!

শিক্ষক আমার বাবার মতো

প্রেরণার কথা কয়"

খোদার কাছে মিনতি আমার

শিক্ষক যেনো সুস্থ রয়।