কবি বিচিত্র কুমারের গুচ্ছ কবিতা

কবি বিচিত্র কুমারের গুচ্ছ কবিতা
পরমবন্ধু
-বিচিত্র কুমার
গাছ  হলো আমাদের পরমবন্ধু, 
ছাতার মতো সবসময় ছায়া দিয়ে যায়,
ফুল দেয় ফল দেয় জালানি কাঠ দেয় আরো
জীবন রক্ষার নানা সামগ্রী দিয়ে পাশে দাঁড়ায়।
অক্সিজেন জোগান দিয়ে বাঁচায় প্রাণীকুল
দূষণযুক্ত পৃথিবীকে দূষণমুক্ত করে,
শোষণ করে গ্রীনহাউস গ্যাস সূর্যরশ্মি 
সুন্দর একটা পৃথিবী গড়ে।
সবুজ-শ্যামল গাছগাছালি স্বস্তি আনে প্রাণে
সেই কথাটাই বলে গেলাম আমি গানে গানে।
(০২)
দূষণ
-বিচিত্র কুমার
বিষাক্ত বর্জ্যপদার্থে পানিদূষণ
কালো ধোঁয়ায় বায়ু,
ভেজাল দ্রব্যে খাদ্যদূষণ
কমছে মানুষের আয়ু।
উচ্চ শব্দে শব্দদূষণ
জনসংখ্যাবিস্ফোরণে পরিবেশ,
রাজনীতির দূষণ নীতিহীনতায় 
নগ্নতা দূষণে চলচ্চিত্র পরিশেষ।
আদর্শের দূষণ স্বার্থের কাছে
শিক্ষার দূষণ কোচিং এতে
নারী দূষণ নগ্নতায়
সমাজ দূষণ কুসংস্কারতে।
প্লাস্টিক ও পলিথিন দূষণে
মানুষের বেশি আগ্রহ,
ভুল তথ্যে খবর দূষণ 
হচ্ছে রোজ অহরহ।