ছোট প্রবন্ধ

ছোট প্রবন্ধ

মোঃ হা‌বিবুর রহমান

তাপ আর আ‌লোর আঁধার হ‌লো সূর্য। মানুষ যখন দীর্ঘ সময় দূ‌র্দিনে কাটায় বা দুঃসহ ও দুঃসম‌য়ে জীবনিপাত কর‌তে কর‌তে একসময় একদম হাাঁপি‌য়ে উঠে ঠিক সে মুহূ‌র্তে অকস্মাৎ এক সুসম‌য়ের সূত্রপাত হয়। এমনই শুভক্ষ‌ণের সূচনার ম‌হেন্দ্রক্ষণে যখন সে মুক্ত আকা‌শের নী‌চে আসে তখন তার র‌ক্তিম সূ‌র্যের আভার স্প‌র্শ মে‌লে। যুগপৎ দ‌খি‌ণের মৃদুম‌ন্দের হি‌ল্লোল তার দেহ‌পল্লবী‌কে ছুঁ‌য়ে ‌যেন আপাদমস্তক আন‌ন্দের পরশ বু‌লি‌য়ে দেয়। 

মানুষ হ‌য়ে যায় আপ্লুত ও আবেগপ্রবণ। এমন সময় মানু‌ষের মন মা‌নে না কোনই বাধানিষেধ। ঝি‌রি‌ঝি‌রি বাতা‌সে মন‌টি হয় উড়ু উড়ু চঞ্চল আর তখনই উতলা এ মন‌টি উ‌ড়ে যে‌তে চায় জিন, পরী‌, দেও কিংবা দানার অজানা ভিন্ন কোন এক দে‌শে। 

একজন সদ‌্য হাসপাতাল ফেরত সুস্থ‌ ব‌্যক্তি কিংবা চরম দুঃসময় পেরা‌নো ব‌্যক্তির প‌ক্ষেই এমন সব অদ্ভূত আর বিস্ময়কর অনুভূ‌তি এবং অ‌ভিজ্ঞতা অর্জন করা সম্ভব।