জন্ম তোমার এই দেশে" (গীতিকাব্য

জন্ম তোমার এই দেশে" (গীতিকাব্য


------------আব্দুছ ছালাম চৌধুরী 

জন্ম তোমার এই দেশের----ওই টুঙ্গিপাড়ায়/

তোমার হাত ধরে হলো মুক্তিযুদ্ধ—মুক্তিকামী মানুষের হলো অধিকার  আদায়,
মুক্তি দিতে এসেছিলে তুমি---এই ধরায়--এই ধরায়--এই ধরায়।
জন্ম তোমার এই দেশের---- ওই টুঙ্গিপাড়ায়। 

তুমিই কেবলই— তুমিই পারতে
সাড়ে সাতকোটি বাঙালির ব্যথা বুঝতে—
বলতে তুমি বলতে —গণমানুষের কথা বলতে 
মুজিব মুজিব বলে হতো জয়ধ্বনি—জয়,জয়- জয় বাংলায়,
জন্ম তোমার এই দেশের---- ওই টুঙ্গিপাড়ায়। 

তুমিই কেবলই— তুমিই পারতে
বিশ্বেমানের নেতৃত্ব দিতে-
দেশ বিদেশে ঘুরতে- আর কহিতে, অন্যায় অবিচার চলছে-
শোষিত হচ্ছে আমার দেশের কৃষক শ্রমিক— লুটে নিচ্ছে--ওই হায়েনায়,--ওই হায়েনায়,ওই হায়েনায়,
জন্ম তোমার এই দেশের---- ওই টুঙ্গিপাড়ায়। 

তুমিই কেবলই— তুমিই পারতে
জেল জুলুম আর অত্যাচার সহিতে, 
পাকিবাহীনি হতে মুক্ত করাতে
সোনার বাংলার স্বপ্ন দেখাতে, 
সেই নেতার বুকে যখন ঘাতকের চলে, গুলি,
ক্যামনে ভুলি— ক্যামনে ভুলি—ক্যামনে ভুলি
----পনেরো আগষ্টের সেই নারকীয় হত্যায়,
জন্ম তোমার এই দেশের---- ওই টুঙ্গিপাড়ায়। 

১৫/৮/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন""