জীবন

জীবন

 

  ফরিদা হক

--------------তিলে তিলে গড়া বিন্দু বিন্দু জল

নিমিষেই ধুলিস্যাৎ সম্পূর্ণ বিফল।

বাবার দীর্ঘশ্বাস মায়ের বিলাপ

বোনের অশ্রুজল ভায়ের সংলাপ

ফিরাতে পারিলনা তারে একটিবার,

নিভিলো জ্বলন্ত দ্বীপ অনন্ত আঁধার।

হয়তবা দূরে ছিলো হুরীদের ডাক

হয়তবা কর্কট জীবনের হাঁক

হয়তবা প্রেয়সীর মধুর চুম্বন

উন্মাদ মত্ত্বতায় ভুলে যাওয়া ক্ষণ।

ভ্রম তার টুটিবেই অতীব সঠিক

খুঁজে ফিরে পাবে পথ,পথহারা পথিক

জননীর আহাজারী কভু নাহি বৃথা

পথপানে চেয়ে থাকা ব্যাকুল পিতা।

নিরাশায় আশা বাঁধে বোন অনামিকা

নিয়তির বিধান মানে,জীবন মরীচিকা।