জীবন যাপন

জীবন যাপন

নাহিদা আজতার রুনা

আমি মৃতপ্রায় গোখরো হাতে তার কঠিন সুরের বীণ

আমার এখন সভ্যতার কাছে আটকে আছে ঋণ।

লজ্জা আমার শরীর ছেড়েছে অন্তরে নিয়েছে ঠাঁই 

চক্ষু মুদে কষ্টগুলোকে বুকের ভিতর খুঁজে পাই।

ভিতরেই আগুন ভিতরেই আমার জেগে উঠে জল

অদৃশ্য নাইলনে আটকে আছে নিঃশ্বাস তবু কত ছল।

সাজঘরে আজ লেগেছে ভীড় রূপ পড়েছে ঢাকা

শিখে গেছি খুব হাসির আড়ালে কান্না লুকিয়ে রাখা

জীবন যখন যাপিত আঁধার চারধারে ঘনায় মেঘ

কিঞ্চিৎ তার আলোর রেখা বাকি সবটাই উদ্বেগ।

সেই ঝাউবন পুড়েছে প্রবাহিত জলে জেগেছে ফুল

না তার কোনো শিকড় রয়েছে না রয়েছে কোনো মূল।

আদিগন্ত খেলার আসর তার ইচ্ছে মতোন খেলা

দাঁড়কাক চোখে নিরব দর্শক চুপচাপ আমি একলা।