দেবদূত

দেবদূত

ইমন তালুকদার 

বন্ধু হলো দু'টি দেহের একটি প্রাণ। 

প্রাণ টা যদি বাষ্প হয়ে উড়িয়ে যায় 

তখনই নিথর দেহ'টা শুধু পড়ে থাকে। 

প্রকৃত বন্ধু নবরূপে

জীবন গড়তে স্রষ্টার পাঠানো দেবদূত। 

সুষ্ঠ সুন্দর নান্দনিক জীবনে ফিরে আনতে 

সক্ষম হতে পারে। 

বন্ধুত্বের কোনো বয়স নেই 

বন্ধুত্বের কোন রঙ নেই, 

বন্ধুত্বের মাঝে নেই কোনো

ভৌগোলিক পরিমণ্ডলে সীমারেখা।

বন্ধুত্ব হলো গাণিতিক সূত্র,

যার দ্বারা অসম্ভব, অসমাপ্ত আত্মজীবনী, 

পরিপূর্ণ ভাবে সম্পূর্ণ করার নাম হলো বন্ধুত্ব। 

বন্ধুত্বের মাঝে কমা, দাড়ি, যতিচিহ্ন নেই, 

বন্ধু হলো সমতল ভূমি। 

বন্ধু সমতল ভূমির অমাবস্যার 

মধ্যরাত্রে ঘোর অন্ধকারে, 

আলোকিত বাতি।

বাঁশ বাগানে জোনাকি পোঁকা মিটমিটিয়ে জ্বলে, 

তেমনি বন্ধুত্ব রক্তের নয় আত্মার বন্ধন বলে,

বন্ধু বিহীন জীবনটা যে অচল

বন্ধু হলো জীবন সুখের সম্বল।

তাইতো বলি চরাচরে সুন্দর মনে বন্ধুত্বের হাত বাড়াও

দুঃসময়ে শান্তির দূত হিসাবে বন্ধুর পাশে দাঁড়াও।

বন্ধু শব্দ নয়তো ক্ষুদ্র বন্ধু শব্দ দামী 

বন্ধুত্ব শ্রেষ্ঠ সম্পর্ক সৃষ্টি তে রয়েছেন অন্তর্যামী।

বন্ধু সম্পর্ক শ্রেষ্ঠ সম্পর্ক পৃথিবীতে সেরা

বন্ধুত্ব হোক চিরজীবী বন্ধুত্ব থাকুক মায়া-মমতা ঘেরা।