ফুল নেই তবুও বসন্ত আজ

ফুল নেই তবুও বসন্ত আজ

    রফিকুল ইসলাম 

আঁচল উড়িয়ে পথভোলা জোনাকিরাও—

আলো জ্বেলে স্বপ্ন ভিক্ষা করে,

ফাগুনে দহন,ফুল নেই তবুও বসন্ত আজ

প্রজাপতি উড়ে উড়ে রোদ্র মাখে

রঙ ছড়ায় তার স্বপ্নীল ডানায়। 

মেঘেরাও উড়ে উড়ে নীল ছুঁয়ে ফেরে 

ভবঘুরে প্রেমিক পুরুষ পথ ভুলে

অঘ্রাণ বনফুলের বসন্তের হাটে ।

ক্ষণকাল পরেই ফল রেখে ঝরে গেছে

আঙ্গিনার দক্ষিণে সজনের ফুল,

ফাল্গুনে আগুন লেগে, পুড়েছে মরশুম

পুড়েছে প্রেম,অধরা আনন্দকুসুম। 

সপ্তমীসুরে কোকিল গান গেয়ে ফেরে

ঝরা পলাশ শিমুলের ডালে,

একদিন ফুলের বাগানে অমলিন মহড়া

ছিল—

আদিগন্ত— সুবসনা বসন্তকালে।