ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরে"

ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরে"

পারভীন আকতার

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।গরীব ধনী সবার মুখে হাসি ফোঁটায় একমাত্র ঈদ উৎসব।মুসলিমবিশ্বে এটি মায়া মমতা আর সম্প্রীতির বার্তা বয়ে আনে।দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদের এই একটি দিন খুবই অন্যন্য কাটে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে।নতুন পোশাক,বাহারী খাবারে ভরপুর থাকে প্রায় প্রতিটি পরিবারে।যার কোনকিছুই নেই সেও চেষ্টা করে এই দিনটি আনন্দে উদযাপন করতে।

আল্লাহতালা রোজার একটি মাস সারাবছরের শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করেছেন। পবিত্র কোরআনে রমজান মাসের সুন্দর বর্ণনা লক্ষণীয়। এই মাসেই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কিতাব পবিত্র কোরআন নাজিল হয় পবিত্র শবে কদরের উত্তম হাজার বছরে শ্রেষ্ঠ রাতে।যাতে আছে মানুষের জীবনের চলার পথের সম্পূর্ণ জীবন-বিধান। 

ইসালমের কত সুন্দর রীতিনীতি! ধনীরা গরীবদের সাহায্য করে যাকাতের মাধ্যমে।যে যার সাধ্যমত দান করে আল্লাহর পথে,মানব সেবায়।ইসলাম শিক্ষা দেয় কেউ যেন অভোক্ত না থাকে,না থাকে যেন বৈষম্যের দেয়াল।এভাবেই যেন সারাবছর মানুষ চলে এটাই তার প্রতিপাদ্য। সাম্যের গান যেন প্রতিটি মানুষের হৃদয়ে বাজে এটাই কাম্য।

ব্যবসা বানিজ্য ঈদ ঘিরে অর্থনীতিতে দারুণ সম্ভাবনার দ্বার খুলে দেয়।ভোক্তা শ্রেণি হতে শুরু করে ক্রেতা বিক্রেতা সবার মুখে হাসি ফোঁটে। পণ্য সামগ্রী,প্রয়োজনীয় দ্রব্যাদি,পোশাক হতে ঘরের তৈজসপত্র সবকিছুই আশানুরূপভাবে ক্রেতারা কিনতে ব্যস্ত থাকে শুধুমাত্র এই একটি দিন ঈদের জন্য।তবে কিছু অসাধু ব্যবসায়ী এই পবিত্র ঈদ উৎসবকে পুঁজি করে জিনিসপত্রের দাম চড়া করে রাখে যা সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যায়।মানুষকে কষ্ট দেয়া নয় বরং আমরা সুখ শান্তি দেয়ার চেষ্টা করব তবেই হবে ইসলামের প্রকৃত সেবা।

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আসে ঈদ খুশির বারতা নিয়ে।আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে সবধরনের গুনাহের ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন।নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল।এই দিনে মুসলিম উম্মাহ নতুন পোশাক পরিচ্ছদ পরিধান করে দলে দলে ঈদগাহে যান ঈদের সালাত আদায় করতে।দৃশ্যটি দেখতে অপরূপ! হৃদয়ের শত কষ্ট দূরীভূত হয়ে যায় মুসল্লীদের আল্লাহু আকবর ডাকে।আত্মীয় স্বজন সবাইকে এক করে এই পবিত্র উৎসব।মনোমালিন্য দূর করে এককাতারে নিয়ে আসে ঈদ।ঘরে ঘরে খাবারের আয়োজন থাকে যা মানুষের মাঝে মানুষের আত্মিক ও সামাজিক সম্পর্ক মজবুত করতে সহায়ক হয়।উল্লেখ্য অন্যান্য ধর্মের লোকজনও ঈদের আনন্দে সামিল হতে কোন বাঁধা নেই।ইসলামের আলো সবার মাঝে ছড়িয়ে পুড়ুক, ধর্মকে পুঁজি করে অন্যায় অবিচার যত দূর হোক।মানুষে মানুষে মিলেমিশে থাকুক এই বার্তা বহন করে ঈদ।