প্রেমহীন পোড়াচোখ

প্রেমহীন পোড়াচোখ
     রফিকুল ইসলাম
গোধূলির খোলা আকাশের নিচে দাঁড়িয়ে 
পরিযায়ী পাখিদের উড়ে যাওয়া দেখি।
স্বদেশী পাখিদের ঘর বাঁধার আয়োজনে 
ঠোঁটে তৃণলতা দেখি
দুর্বাঘাসে জোড়া শালিকের খুনসুটি দেখি 
দেখি মাঠে  শস্যদের পরস্পর মিশে থাকা।
আমার তির্যক দৃষ্টিতে নতুনের সৃষ্টি দেখি, 
শীতল জলে পানকৌড়ির লীলাখেলা
দেখি,প্রজাপতির রঙিন পাখায় বনফুল 
ছুঁয়ে ছুঁয়ে উড়ে যাওয়া,
সবুজ ঘাসে ঘাসফড়িংয়ের সারাবেলা
শিস দেয়া দোয়েলের  গান গাওয়া।
ফাল্গুনে দেখি সবুজে মাতাল বায়ু হিল্লোল
চারিদিকে মাতে কৈশোর কোলাহল 
নদীঘাটে ঝিরিঝিরি বাতাস অশ্বত্থতল।
আমার মনকাড়ে,পোড়াচোখ প্রেমে পড়ে 
পড়ে আসে ছায়া; অতঃপর ধীরে ধীরে
আমি হারিয়ে যাই নাগরিক ভিড়ে।