জ্যৈষ্ঠের দহন

জ্যৈষ্ঠের দহন

  রফিকুল ইসলাম

জ্যৈষ্ঠ মাড়িয়ে আসে প্রতিটি বিকাল

পাকা ফলে সুঘ্রাণে ঝুলে আছে ডাল,

মুক্ত ডানায় পাখিদের সদাচঞ্চল ।

অরণ্য এনেছে আবার সঞ্চিত সম্ভার

প্রজাপতি সুখে মধুরসে আধার,

বৃক্ষ আর পাখিদের অনাদিকাল। 

সবুজ বনে মনে আঁকি মনের আস্তারণ

অন্তরে অন্তহীণ উঁকিঝুঁকি অকারণ,

ফেরারী স্বপ্নের মত, ঝলমলে সকাল। 

নিঃসঙ্গ দেবদারু দুপুর, মাছরাঙা ঝিমুনি

আমায় সঙ্গ দেবে আগে তো বুঝিনি,

ভাবিনি নন্দিনী রবে অন্তরাল।