নতুন ভোর

নতুন ভোর

কাজল দত্ত

জল থৈ থৈ মাতলার বুকে

ভাসিয়েছি প্রেমের তরী,

উত্তাল তরঙ্গে প্রেমের আহবানে

বহিছে বিদ্যাধরী।

কলস কাঁকে যৌবনা দ্বীপবাসীনি

থমক চলার ফাঁকে,

দুলিয়ে মাথা হেতাল,সুন্দরী

পলক রোহিত চোখে।

ঝিলামের বুকে টলটলে জল

পরশিয়া যায় তীরে,

ছলাৎ ছলাৎ মধুর গুঞ্জনে সে

প্রেমের উস্কানি মারে।

সারসা নদীর মরা বুকে বান ডেকেছে

ভরা উদোম বুকের পরে,

প্রেমের পানসি ভাসিয়ে দিলাম তোর

জেগে থাকা চরে।

দিশাহীন উদাস প্রেমিক

দিকভ্রান্ত পথহারা,

বাইনের সবুজ ডানায় মুক্ত হাওয়া

ওগো প্রেয়সী, আমি যে

তোর প্রেমেই আত্মহারা।

পড়ন্ত গোধূলির লাজুক ঘোমটায়

মুখটা ঢাকিস তোর,

আঁধারের চাদরে আগলে রাখি তুই

যে আমার আশার নতুন ভোর।