লিচু

লিচু

অঞ্জলি দে নন্দী, মম

লিচু গাছে

পেকেছে ফল কিছু কিছু কিছু।

ঐ গাছ আছে

পুকুরের কাছে।

ডালগুলো বেশ নিচু নিচু নিচু।

কচি কচি কচি লিচু

ভরে আছে সারা গাছে।

হাওয়া ওদের ওপরে নাচে আর নাচে।

মৌমাছি গুনগুনিয়ে ওড়ে 

ওদের আনাচে কানাচে।

বাচ্চার দল ঘোরে শুধু ঘোরে।

আধ ছেঁড়া হাফ প্যান্ট পরে।

ছোট্ট হাতে ওরা ঢিল ছোঁড়ে।

কিছু কিছু লিচু

ওদের ঢিল লেগে 

ডাল থেকে নিচে যায় পরে।

কুড়িয়ে নিয়েই ছুটে তারা যায় ভেগে।

গাছের মালিক লাঠি নিয়ে তেড়ে যায় রেগেমেগে।

বেদম ছোটে তাদের পিছু পিছু পিছু।

তারা তখন পগার পার।

খায় লিচু কারা আর লিচু গাছ কার?

ওরা গরীব, খেতে পায় না।

মালিককে চেয়ে চেয়েও ফল পায় না।

তাই এভাবেই খায়।

ওরা বাঁচতে চায়।