ট্রেন দুর্ঘটনার জেরে গ্রিস পরিবহনমন্ত্রীর পদত্যাগ

বাংলাভাষী ডেস্কঃঃ

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যুর ঘটনায় দেশটির পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পদত্যাগ করার ঘোষণা দিয়ে কোস্টাস কারামানলিস বলেছেন, এই অবস্থায় পদত্যাগ করা তার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কিছু হয়নি মনে করে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে কয়েকটি বগিতে আগুন ধরে যায়।

রেল অপারেটর হেলেনিক ট্রেন জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৮ জন। আহত হয়েছেন অন্তত ৬৬ জন। এদের মধ্যে ছয়জন নিবিড় পরিচর্যায় রয়েছেন।

গ্রিক পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান। এর পরপরই তিনি পদত্যাগ করার ঘোষণা দেন।

কারামানলিস বলেন, আমি এটিকে (পদত্যাগ) আমাদের গণতন্ত্রের জন্য একটি প্রয়োজনীয় উপাদান বলে মনে করি। একে বলে রাজনৈতিক দায়িত্ব।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার জন্য ‘মনুষ্য ভুল’কে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী মিৎসোটাকিস। বুধবার টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, সব কিছু দেখে মনে হচ্ছে, দুঃখজনক ঘটনাটি ঘটেছে একটি মর্মান্তিক মানবিক ত্রুটির কারণে। এর আগে, ট্রেন দুর্ঘটনায় হতাহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে গ্রিক প্রধানমন্ত্রীর কার্যালয়।