টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাভাষী ডেস্কঃঃ

ভারতের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

ইতোমধ্যে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচটি জিততে পারলে প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে লিটন দাসের দল। যা কিনা হবে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস।

এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জেতে ৭৯ রানে, পরেরটিতে জয় ৬ উইকেটের। তবে শেষ ওয়ানডেতে টাইগারদের ৭৭ রানে হারিয়ে দেয় ধোনির দল।

ভারত একাদশ

শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওমরান মালিক।

বাংলাদেশ একাদশ

এনামুল হক, লিটন দাস (অধিনায়ক), ইয়াসির আলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।