তোমাকে মনে পরে বৈশাখে

তোমাকে মনে পরে বৈশাখে
অন্তর চন্দ্র
বৈশাখী এলে পরে এসো বন্ধু ঘরে
পান্তা ভাত ইলিশ খাওয়াব তোরে।
রং মেখে সং সেজে হয়ে যাব চাঙ্গা
রমনার বটমূলে বসবে সে মিতালীর ডঙ্কা।
জলসার আয়োজন চারদিকে ধুমধাম বেশি
তোমায় দেখাতে নিয়ে যাব উৎসবের জমজমাটি।
শাড়ি পড়ে রানী হবে তবে তুমি যাবে
বাঙালির উৎসবে খোঁপাতে ফুল দেবে।
তুমি আমি একসাথে হাতে হাত রেখে
ফেলে আসা দিনগুলি গেয়ে যাব এই বৈশাখে।