নূতন উষালোকে বৈশাখ

নূতন উষালোকে বৈশাখ

গোলাম রববানী 

দিন যায় মাস যায় সময় ফেলে সময় আসে

আমাদের মনমাঝে বারেবারে ঘুরেফিরে 

আবারও এসেছে প্রাণের পহেলা বৈশাখ 

এসো এসো এসো এসো এসো হে বৈশাখ

কতো প্রাণ চলে যায় নতুনও প্রাণ আসে

কোটি করুণও সুর ভুলে মধুর সুরের টানে

মায়া মততা শত যাতনা মনমাঝে পিষ্ট করে

রমনার বটমূলে বর্ষবরণে মানব মুক্তির শপথে

এসো এসো এসো এসো এসো হে বৈশাখ

মহামারি মুছে যাক, মানবের গোলযোগ থেমে থাক

বিশ্বভূবনে শান্তি এসে ভরুক,মানুষের চেয়ে কিছু নাই দামী 

মার্জনা করো ধরা আগামী হৃদয়ের অন্তরীক্ষে নৃত্যময়ী 

আলো আলো এসো আলো এসো নববর্ষদিনে

পাপ তাপ ঘৃণা অপবাদ পুড়ে যাক চিতাগ্নিশিখায়

আকাশ বাতাস তরুলতা হোক শান্তি দেখে নিস্তব্ধ নির্বাক

এসো এসো এসো এসো এসো হে বৈশাখ