তোমারই অপেক্ষায়

তোমারই অপেক্ষায়

মোঃ ইসমাঈল

বুকের ভিতর লাগছে ভীষণ ব্যাথা

বলতে পারিনা কাউকে মন উজার করে কথা।

থাকি বসে একা নিশ্চুপে

সময় কেটে যায় আনমনে।

কেনো বুজলে তুমি আমায় ভুল

দিতে পারছিনা এখন যে মাসুল।

তাইতো বসে থাকি তোমারই পানে

তুমি আসবে ছুটে ভালোবাসার ই টানে।

অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঘনিয়ে এলো বেলা

কি প্রেমেতে মজাইয়া তুমি মিলাইয়াছো মেলা।

ভঙ্গ করলে তুমি প্রিয় দেয়া প্রতিশ্রুতি

ধরতে পারলাম না আজ ও আমি তোমার মতিগতি। 

তোমাকে নিয়ে দেখেছি এই আমি কতনা স্বপন

মনের ভিতরে এখন করিতেছি সেগুলো যাতন।

মনের ভিতর আছে যে দৃঢ় বিশ্বাস

তুমি আসবে ফিরে তাইতো ফেলিতেছি শ্বাস।

তোমাকে নিয়ে বেড়িয়েছি কতনা-খানে

সকল স্মৃতি লালন করিতেছি এখন মনে।

পাবো তোমাকে ফিরে এই আক্ষেপের টানে

তুমি বিনে আমার কাছে হয়না কোনোকিছুরই মানে। 

করেছি টুরু লাভ, ভুগছি এখন রোগে

পাগল হয়ে যাবো প্রিয় তোমারই শোকে।

এসো ফিরে হয়ে নতুন ভুলে সবকিছু

মনটা আমার ছুটিয়া বেড়ায় শুধুই তোমার পিছু।

এখন শুধু মনে পড়ে পুরনো সকল স্মৃতি

কি পরীক্ষায় ফেললা তুমি আমায় বিধি। 

তুমি বিনে হয়ে যাবে কখন আমারই ইতি

অমর হয়ে থাকবে প্রিয় তোমার-আমার প্রেমপ্রীতি।