আপেক্ষিকতা

আপেক্ষিকতা

নবনীতা

সঙ্গম বলতে বুঝি

তিস্তা ও রঙ্গিতের মিলন, আর

সোহাগ বলতে বুঝি

রডোডেন ড্রনের গুচ্ছ আলতো ছুঁয়ে

পাইন বনের ফাঁক দিয়ে

চুপিসারে নেমে আসা

ঝিরিঝিরি বাতাস মাখা অনচ্ছ কুয়াশার

আলিঙ্গনের অকৃপণ সুখ৷

এটুকু পড়ে

তুমি আমাকে ভাবতেই পারো

আদতে হোপলেসলি রোম্যান্টিক,

তাতে ক্ষতি কি!

বাস্তবে কখনো কখনো

না সেরে ওঠা অতি তীব্র যন্ত্রণাও তো

উপশম করে কিছু সিডেটিভ—

হোক না তা

নেহাতই আপেক্ষিক!!