তাহাজ্জুদ

তাহাজ্জুদ

গোলাম কিবরিয়া ( শরীফ)

ভিক্ষার থালা হাতে নিয়ে- তুমি মুসলিম ;

তুমি কাঁদিছো কাহার দ্বারে? 

শেষ রাত্তিরে তোমার মনিব, 

হাঁকিছে তোমায় - কে কি নিবি আয় , 

আছিস কে অনাহারে? 

মনিবের কাছে, অফুরান আছে -

নিয়ে নাও যত পারো ;

মনিব তোমায় দিতে প্রস্তুত -

আঁধার যখন গাঢ়। 

তাহাজ্জুদের জায়নামাজে -ই

ফিরে পাবো তব তাজ, 

মানুষের দ্বারে নোয়াবোনা মাথা -

শপথ করিবো আজ।