অদূরত্ব

অদূরত্ব

তাহের মাহমুদ 

আত্মব্যাস পরিব্রাজন করতে করতে

উদ্ধত হই নিজস্ব সংলাপে-

স্নায়ুযন্ত্রের ঘুর্ণাবর্তে থিতু মাংসলমন্ড

খন্ডিত লন্ড-ভন্ড!

আদাজলের উষ্ণ চর্বণে মথিত সুখবাসনা,

পত্রশিরায় মগ্নতর শ্বেত-লোহিত লালা!

অধীর-অস্থির মস্তিষ্কের ভূমন্ডল বেষ্টনী

মানী-ধনী কখনো-বা ঋণী! 

প্রাণের অস্তিত্ব সৃষ্টি থেকেই অস্তমান থাকে-

সব হারায় মানুষের, হারাতেই হয়;

তথাপিও এই আমি একজন এক "মনমানুষ" 

জেগে থাকতে চাই - যতোটা ক্ষয়!

যতোটা আলোহীনে মন পোড়ে,

যতোটা আলো থাকে দূর-সুদুরে।