দেশের পরিস্থিতি যা-ই হোক নির্বাচন সুষ্ঠ হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলাভাষী ডেস্ক::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। শুধু তাই নয় মেগা প্রকল্পের মাধ্যমে মেট্রোরেল তৈরী করা হয়েছে। বঙ্গবন্ধু টানেলসহ অবকাঠামো উন্নয়নে দেশের আমূল পরিবর্তন এসেছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় পাগলা আলীয়া মাদ্রাসা-শত্রুর্মদন ৯৩০ মিটার সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান  এমপি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দেশে হরতাল, অবরোধ, বাস, ট্রাকে আগুন সন্ত্রাসের মাধ্যমে জামায়াত বিএনপি আবারও চক্রান্ত শুরু করে দিয়েছে। তারা উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায়। উন্নয়ন অব্যাহত রাখতে তাদেরকে রুখে দিতে হবে।  জনগণের গাড়িতে যারা হামলা করে, ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেয়, তাদের দ্বারা মানুষের কল্যাণ কমনা করা যায় না। তারা দেশের মানুষের শান্তি চায় না। ক্ষমতার লোভে তারা দেশের মানুষকে পুড়িয়ে মারে, মারামারি করে। এই দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে বলেছেন, সরকার গামেন্টস শ্রমিকদের নেতা ও মালিকদের সাথে কয়েকদিন আগে বৈঠক করে শ্রমিকদের বর্তমান বেতনের চেয়ে ৫৮% শতাংশ বেতন বৃদ্ধি করেছে। আমি জানি না এ বেতন যথেষ্ট কি-না।  আমি এই বিষয়ে কোন মন্তব্যও করতে চাই না। তবে গামেন্টস শ্রমিকরা পরিশ্রম করেন, তারা অব্যশই ন্যায্য মজুরি পাবে এটাই স্বাভাবিক।

মন্ত্রী আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের এই আন্দোলনকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে সেদিকে সর্তক থাকতে হবে। কারণ, তারা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে। তারা মালিকের সঙ্গে কথা বলবে, সরকারের সঙ্গে কথা বলবে কিন্তু মাঝখান থেকে যদি কোন রাজনৈতিক দলের লোক ঢুকে অথবা এটাকে আগুন দিয়ে বাড়ানোর চেষ্টা করে এটা কাম্য নয়।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিস্থিতি যা-ই হোক নির্বাচন সুষ্ঠ হবে। আর সেই নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকেই ভোট দিবে। কারণ, গ্রামের মানুষ চায় উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উন্নয়ন করে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী প্রমুখ।

অপর দিকে পরিকল্পনা মন্ত্রী শনিবার(১১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন করেন।  পরে পাগলা হাইস্কুল এন্ড কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেলা প্রকৌশলী(এলজিইডি) মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন সহ প্রমুখ।

শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে ১৩ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ২৮৩ টাকা ব্যয়ে নব নির্মিত নোয়াখালী-জামলাবাজ ব্রিজের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

উদ্বোধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি,  শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিএম সাজ্জাদুর রহমান, সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সিনিয়র সহ সভাপতি শাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুর আহমদ, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিনুর আলম শাহিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনসহ প্রমূখ।

পরে বিকাল ৪টায় ১৯ কোটি ৭০ লক্ষ ৯২ হাজার ৭৩৯ টাকা ব্যয়ে পাথারিয়া-আসামমুড়া কালনী নদীর উপর নব নির্মিত ব্রিজের উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল-নুর তারেক সহ প্রমূখ।