দুষ্ট ছেলের মিষ্ট কথায়

  দুষ্ট ছেলের মিষ্ট কথায়

      -অশেষ কামাল

দুষ্ট ছেলে, মিষ্ট কথায়

মন ভুলাতে চায়,

তাহার কথা সবার বোঝা

ভীষণ হলো দায় ।

আমি, তুমি, আমরা সবাই

তার কথা না বুঝি,

কথামালার ঐ মাশুল দিতে

বিকল্প পথ খুঁজি ।

দিন পেরুলো, রাত ফুড়ালো

মাসের পরে মাস,

দুষ্ট ছেলের কথা বোঝার

নেইতো যে আর আশ ।