ফুলদল

ফুলদল

 সত্যেন্দ্রনাথ পাইন।

এতদিন যে ছিল পাতায় পাতায় গাছের পাশে

                       মধুকরের আশে

           সে আজ নেমেছে মাটির ধুলোয়

            যদি কিছু হয়, যদি পায় জয়

                 বনে বনে শিহরিত মধুর আশ্বাসে।

সে বলছে-- "এমন বন্ধু পেয়েছি এ প্রাতে

                      নতুন আলোতে"

     ভাষায় ভাবনায় নবীনতাকে

      বয়সের ভারে না ঢেকে

               রেখে যাবে মন পথে যেতে যেতে।

শিশিরের মাঝে সমুদ্র বীণা জাগালো বিশ্বশোভা

               বড় মনোলোভা

    যুগে যুগান্তরে গ্রহে গ্রহান্তরে

      রূপে রূপান্তরে

        সৃষ্টির অপরূপ অনন্ত শোভা।

তাই যেন আজ হয়ে অলসহীন

            বাঁধে অন্তহীন।

   এক নিঃশব্দ নীরবতার ভাষা

    না চেয়ে কোনও প্রত্যাশা

          দ্যাখে দর্পণ হীন।

পারবে কি মনের মতন হতে সৌভাগ্য আসীন!?