আমার দেখা ছাত্র রাজনীতি

আমার দেখা ছাত্র রাজনীতি

-বিচিত্র কুমার

সবে কলেজে পা দিয়েছি চিকিমিকি রৌদ্র আকাশে উঁকি দিচ্ছেল

এদিকে সমগ্র ক্যাম্পাসে বন্ধুদের দল বেঁধেছে,

পর্ব সীমান্তে পশ্চিম সীমান্তে উত্তর সীমান্তে ও দক্ষিণ সীমান্তে

কেউ কেউ আবার স্লোগান দিচ্ছে মনের অজান্তে।

কেউবা দিচ্ছে ফুলের টিক, কেউবা মিষ্টি খায়াচ্ছে

কেউবা দিচ্ছে ডাইরী কলম,কেউবা ক্লাস রুটিন দিচ্ছে, 

কেউ আবার রঙ মেখেছে কেউবা ঢ়ং সেজেছে

নবীনবরণ চলছে কে কোন দলে যাবে হাসি উল্লাসে।

কদিন পর একদিন পড়ন্ত বিকালে শুনলাম

কে কোন দলে লিখিয়েছে নাম,

আবু ভাই বাবু ভাইয়ের সাতটা করে গালফ্রেন্ড আরো কতগুণ

চাঁদু ভাই কাঁদু ভাই সরাসরি মানুষ করে খুন।

কয়েক মাস পর একজন কে বলতে শুনলাম

নষ্ট পথে পা বাড়িয়েছি এখন উপায় কী?

রাম রাম!ছিঃছিঃ!পান্তা ভাতে পচা ঘি,

মা বাবা শুনলে বলব কী

আমি যে নষ্ট হয়েছি?

কখন যে ভিন্ন স্বাদের গোলাপ জল পান করেছি,

বই কলমের বদলে হাতে অস্ত্র তুলে নিয়েছি,

টাকার লোভে ক্ষমতার লোভে ক্যাডার হয়েছি

মনুষ্যত্ব জ্ঞান বিবেক হারিয়ে ফেলেছি।

রাম রাম!ছিঃছিঃ!

মনে মনে পুষা বুকের সোনালী স্বপ্ন নষ্ট করেছি

নষ্ট পথে পা বাড়িয়েছি এখন আমার উপায় কী?