সবুজ সংকেত

সবুজ সংকেত

ইব্রাহিম সেখ 

জীবনের দেহে -- মরণের ঘাম ছুটছে

দু-চোখে বড় বিস্ময়, দেখে কষ্ট হয়-

কালনেমিদের লঙ্কা ভাগে,

কেউ পিছে কেউবা আগে--

উপরের থেকে নীচে সাধ্যমতো লুটছে।

কারুর ষোল-আনা, কারুর দিন চলে না,

কারুর জোটে না ভাত,কারুর আঁধার রাত--

ক্ষিদের বিছানায় কেউ ঘুমাচ্ছে!

পৃথিবীর চোখে জল-করে ছলছল,

অসাম্যের কাঁটাতারে বিঁধেছে তারে

ম্লানমুখে কেউ-- কেউ হাসিতে উচ্ছ্বল।

কতো মানুষের বুকে লাভা,জীবনটায় দাবা

চোর-পুলিশের খেলায় সাজা খাটছে।

একটু সুখের আশায়, কতো অশ্রু ঝরায়--

কতো যোজন ধরে কেবল হাঁটছে!

ওরে পথিক প্রবীণ--আসছে নবীন

হয়তো তারা জাগবে,দুঃখের যাতনা ভাগবে,

যতো তারকাঁটা চারিদিকে আঁটা--

নওজোয়ানের দলে--মানবিক বলে

এক দিন--নিশ্চয়ই তুলে ফেলবে।

উঁচু নীচু প্রাচীর ব্যথিত চোখের নীর

হয়তো'বা শেষ হবে নিশ্চয়!

নীল গ্রহের মাঝে শ্যামলীমা সাজে

জঠর যাতনার হবে পরাজয়!!