রাগ করো না

রাগ করো না

আব্দুছ ছালাম চৌধুরী 

রাগ করো না/লক্ষী সোনা—রাগ করে কি- লাভ বলো,

তার'চেয়ে আমি /বলি তোমায়/চলো চলো—সাথে চলো। 

ওই কাননের/ফুল ছিঁড়ে/গেঁথে দেবো -তোমার খোঁপায়,

ভালোবেসে/হেসে হেসে/কেঁড়ে নেবে/তুমি আমায়—

তারপর আমরা দু'জন মিলে/একে অন্যকে- বাসবো ভালো,

রাগ করো না/লক্ষী সোনা—রাগ করে কি- লাভ বলো। 

এই জীবনে /তুমি ছাড়া / আর কেহ নাহি আসবে, 

জনম ভরে/তুমি আমার/আমার হয়েই/ তুমি থাকবে—

তারপর তুমি যদি নাহি চাহো/মন থেকে চিরতরে মুছে ফেলো,

রাগ করো না/লক্ষী সোনা—রাগ করে কি- লাভ বলো।