ছুঁইবো না

ছুঁইবো না


-----আব্দুছ ছালাম চৌধুরী 

আমি ছুঁইবো না গো/ছুঁইবো না—তোমার কাছেও আমি যাইবো না—
দূর থেকে/ যদি একটু— ভালোবাসা পাই,
আর কিছু না চাই বন্ধু /আর কিছু না চাই। 

না না- না, না তুমি কইরো না/ফিরিয়ে আমায় দিও না, 
আমি না পন্ত পানে চাই,
আমি না মনে মনে/আমি প্রাণে প্রাণে,আমি না তোমায় দিকে একটু হাত বাড়াই—ঐ 

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে তুমি /চলো আমার সঙ্গে 
সোনাদানা কিনে দেবো/পরবে সারা অঙ্গে 
আদর দেবো সোহাগ দেবো/ করবো না লড়াই—ঐ