নগরে চালু হল ৯টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র

বাংলাভাষী ডেস্কঃঃ

সিলেট মহানগর এলাকায় ৯টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদিনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহের কার্যক্রম চালু হয়।

১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরীপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ৪টি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় মেয়র জানান, নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় এসব প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালিত হবে। এছাড়া শীঘ্রই নগরে আরও ৫টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে।

পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডেই প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে বলে জানান তিনি।

সকালে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধনকালে ওয়ার্ড কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, ইউনিসেফের ফিল্ড অব চীফ, সিলেট দিল কাজী দিল আফরোজ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।