নিশাচর সখা

নিশাচর সখা

মনিরুল হক

কালো আধারের প্রাণ নেই।

নেই উত্তাপ, কড়া রোদের মতন।

চিরন্তন বেদনা, নিষ্প্রাণ জীবনের একমাত্র

নিশাচর সখা। শ্রী কৃষ্ণের সুকরুণ

বাঁশির মত, জীবন আমার।

আধার সমুদ্রে আবার চোখ মেলে দেই,

জ্বলছে-নিভছে কোথাও কাছে-কোথাও দূরে

জোনাকির বাতি যেন প্রাণের স্পন্দন।

চোখ করেই আবার ঘুমিয়ে পড়ি, সহসা।

ফাস্টফুডের রেস্তোরাঁয় মোরকবদ্ধ ক্ষুধার্ত দুপুর।

রাস্তায় দাঁড়িয়ে দেখি কাঁচের ওপারে 

থরে থরে সাজানো বার্গার-পিৎজা।

এভাবেই পরাজিত বিকেলে নেমে আসে রাত।

নিষ্ঠুর বাস্তবতার কাছে হেরে গিয়ে 

মুহুর্মুহু কান্না লুকায়,

নিকোষ কালো অন্ধকারে। 

ঈশ্বরের ইচ্ছা-অনিচ্ছায় ভ্রুকুটি হেনে

মুছে যায় কপালের সাতরঙা রংধনু। 

কত সহজেই ! 

এভাবে আমিও সবকিছু থেকে 

হয়ে যাব অতিশয় মলিন । 

নিরন্তর, নির্বাক ভবিষ্যতের গর্ভে হব-

বিলীন।