পরাজিত

পরাজিত


আব্দুছ ছালাম চৌধুরী 

সুহাসিনী —
তুমি পরাজিত করে চাও আমারে, 
আমি নিরস্ত্র,এইটুকু নিবেদন,নিঠুর হতে চাও, হও আঁধারে—ঐ। 

একদিন খোলা চোখে কেবলই দেখেছি,আর দেখা হয়'নি, 
টেবিলের চারপাশে আড্ডায় মেতেছি,কারো কথা ভাবিনি---
কবি বলে করেছি উদযাপন,গান—কবিতার আসরে,—ঐ। 

ওখানে খিলখিল হাসি ছিলো,গাদাগাদি ছিলো ছবি তুলতে, 
কে যেনো বেনামী এক চিঠি দিলো,তারপর নাম শুরুতে, 
এভাবেই হলো ধন্যবাদ জানানো, ভক্তদের করতালি হায়রে,—ঐ। 

আজ আর সেই দিন নেই, নেই সেই হাসির ফোয়ারা, 
আমি দন্ডপ্রাপ্ত বন্দীরমতো,নিরস্ত্র ওই মরুদ্দানে পাগলপারা,, 
প্রতিপক্ষের কষাঘাতে জর্জরিত,জয়োৎসব গেলো হুংকারে—ঐ। 

১/৭/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন"